ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এ যেন হেসে খেলে জয়। ঠিক তাই। পাত্তাই পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে টাইগাররা অলআউট মাত্র ১৩১ রানে। নিউজিল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। নিশাম ও স্যান্টনার নেন ২টি করে উইকেট। জবাবে নেমে কিউইরা অনায়াসে তুলে নিল ৮ উইকেটের বিশাল জয়।
শনিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। বাংলাদেশে আলো ফোটার আগেই সর্বনাশ। ম্যাচ থেকে ছিটকে যায় দল। এই জয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ২৬ বার স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ দল। প্রতিবারই হার দেখেছে দল। এবার নতুন কিছু করার স্বপ্নে বিভোর থাকলেও শুরুতেই হোঁচট খেল তামিম ইকবালের দল। পাল্টে দেওয়া গেল না ইতিহাস।
গতি, সুইং ও বৈচিত্র্য দিয়ে ট্রেন্ট বোল্ট দুর্দান্ত বোলিং করেছেন। ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার তছনছ করেছেন এই পেসার। ৮.৫ ওভারে ২৭ রানে ৪ উইকেট প্রথম ওয়ানডের ম্যাচসেরা তিনিই।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টানা ১৪ ম্যাচ হারল বাংলাদেশ। এছাড়া ওয়ানডে সুপার লিগেও এটি টাইগারদের প্রথম হার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৩ মার্চ কিউইদের সঙ্গে লড়বে বাংলাদেশ।দিবা-রাত্রির ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল সাতটায়।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৪১.৫ ওভারে ১৩১ (তামিম ১৩, লিটন ১৯, সৌম্য ০, মুশফিক ২৩, মিঠুন ৯, মাহমুদউল্লাহ ২৭, মিরাজ ১, মেহেদি ১৪, তাসকিন ১০, হাসান ১, মুস্তাফিজ ১*; বোল্ট ৮.৫-০-২৭-৪, হেনরি ৯-১-২৬-১, জেমিসন ৮-১-২৫-০, নিশাম ৮-১-২৭-২, স্যান্টনার ৮-০-২৩-২)।
নিউজিল্যান্ড: ২২.২ ওভারে ১৩২/২ (গাপটিল ৩৮, নিকোলস ৪৯*, কনওয়ে ২৭, ইয়াং ১১*; মুস্তাফিজ ৪-০-২৬-০, হাসান ৪.২-০-৪৯-১, তাসকিন ৪-০-২৩-১, মেহেদি ৬-০-১৭-০, মিরাজ ২-০-৯-০, সৌম্য ১-০-৫-০)।
ফল: ৮ উইকেটে জয়ী নিউজিল্যান্ড।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট।
Discussion about this post