ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই বছর পরে ওয়ানডে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু মাঠের ক্রিকেটে নামার আগেই এ অলরাউন্ডার পড়েছেন হাঁটুর চোটে। অনুমান করা হচ্ছে, দেশ থেকেই চোট বয়ে নিয়ে গেছেন এ ক্রিকেটার। এখনও অবশ্য কোন সুখবর মেলেনি তাকে নিয়ে। তাই নিউজিল্যান্ড সফরে এ ডানহাতির একাদশে থাকা নিয়ে শঙ্কা রয়েছে বেশ।
এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। বিশ্বকাপের পরে খেলা ওই সিরিজে ভালো করতে পারেননি তিনি। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ে বিপক্ষে গত বছরের মার্চে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। করোনা পরবর্তী যুগে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজেও দলে ডাকা হয়নি তাকে। তবে এবার সুযোগ পেয়েছিলেন। তাই নিজের সেরাটা দিতে চান এ অলরাউন্ডার।
মোসাদ্দেক নিয়ে শঙ্কা থাকলেও তামিম ইকবালকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তার হ্যামস্ট্রিংয়ের সিটি স্ক্যানের মৌখিক রিপোর্ট পেয়ে এমনটাই জানিয়েছেন, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ও নিউজিল্যান্ড সফরে টাইগারদের হেড অব ডেলিগেট জালাল ইউনুস।
জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো এবং ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরীও ছিলেন তামিমের সিটি স্ক্যানের সময়। তারাও সন্তুষ্ট ওয়ানডে অধিনায়কের হ্যামস্ট্রিংয়ের স্ক্যানে। আজ লিখিত রিপোর্ট দেওয়া হবে হাসপাতাল থেকে।
জালাল ইউনুস জানান, ডানেডিনে পৌঁছে ১৮ মার্চ থেকে অনুশীলন করবেন তামিম। চোট শঙ্কা থেকেই গতকাল ম্যাচ খেলেননি টাইগার বাঁহাতি ওপেনার।
Discussion about this post