ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগেই সফরকারীরা পেল সুখবর। হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন রস টেইলর । তবে এ অভিজ্ঞ ব্যাটসম্যানকে দ্বিতীয় ওয়ানডেতে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাগতিকরা।
এরআগে চোটের কারণে ছিটকে গেছেন কেন উইলিয়ামসন। তিনি ওয়ানডে সিরিজের কোন ম্যাচেই খেলতে পারবেন না। তবে ২০১৪ সালের পর এবারই প্রথম রস টেইলর ও কেনকে ছাড়াই কোন ওয়ানডে ম্যাচ খেলতে নামবে কিউইরা। ব্যাপারটি নিয়ে অবশ্য কোন দুঃচিন্তা কাজ করছে না স্বাগড়তিক শিবিরে। তারা জয়ের জন্য মুখিয়ে।
টেইলরের বদলে মার্ক চ্যাপম্যান ডাক পেয়েছেন। কিন্তু অভিষেক হতে পারে ডেভন কনওয়ে ও উইলি ইয়াংয়ের। কেন উইলিয়ামসন ছিটকে যাওয়ায় কনওয়ে এমনিতেই একাদশে সুযোগ পাচ্ছেন। আর টেইলের বদলে একাদশে আসতে যাচ্ছেন ইয়ং। এ ব্যাপারে কোচ গ্যারি স্টিড বেলেন, ‘সিরিজ শুরুর ঠিক আগে রসকে হারানো খুবই হতাশার। তবে অল্প একটু ছড়ে গেছে (হ্যামস্ট্রিং)। আমরা আশাবাদী যে, খানিকটা বিশ্রাম ও পুনর্বাসনের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডের জন্য আমরা তাকে ফিট করে তুলতে পারব।’
চ্যাপম্যান ৬টি ওয়ানডে খেললেও সর্বশেষ চার ম্যাচে পরিসংখ্যান মোটেও ভালো নয়। ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি। তার পরেও তাকে নিয়ে আশাবাদী কোচ, ‘দলে আসা মার্কের জন্য সময়টা খুবই রোমাঞ্চকর। সম্প্রতি টি-টোয়েন্টি দলের হয়ে সে পারফর্ম করেছে। আমাদের পুরো বিশ্বাস আছে যে প্রয়োজন পড়লে সে দায়িত্ব পালন করতে পারবে।’
ডানেডিনে শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
Discussion about this post