ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ৬ মে শুরু হবে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তার আগে এ টুর্নামেন্টে কিছু পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। এর মধ্যে আছে খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর বিষয়টিও। তবে সব খেলোয়াড়দের পারিশ্রমিক কমবে কি না এ নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় রয়েছে সংস্থাটি।
রোববার মিরপুরে সিসিডিএম সভায় বসে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করে। কিন্তু তারপরও সংস্থটি খেলোয়াড়দের পারিশ্রমিক কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
ডিপিএল ওয়ানডে ফরম্যাটেই হয়ে থাকে প্রতি বছর। কিন্তু করোনার কারণে এবার এ টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। সেক্ষেত্রে ক্লাবগুলোর কথা বিবেচনা করে উচ্চ পারিশ্রমিকে দল পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক কমতে পারে। তবে অনূর্ধ্ব ৫ লাখ টাকা পারিশ্রমিকের খেলোয়াড়দের পারিশ্রমিক না কমানোর জন্য ক্লাবগুলোকে অনুরোধ করেছে সিসিডিএম। কিছু দলের বেশিরভাগ ক্রিকেটারই এই মূল্যসীমার। এ নিয়ে সিসিডিএম সভাপতি কাজী ইনাম আহমেদ বলেন, ‘খেলোয়াড়দের বিভিন্ন গ্রেড থাকে। কারও ৫ লাখ, কারও ৬ লাখ, কারও ১০ বা ১৫ লাখ থাকে। আমাদের যে সুপারিশ ছিল- যেসব খেলোয়াড়ের পারিশ্রমিক ৫ লাখের নিচে, তাদের ক্ষেত্রে কমানো হবে না। আমি এ ব্যাপারে এখনো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারব না। এই ব্যাপারে আবারও ক্লাবগুলোর সঙ্গে বসতে হবে, কোয়াবের সাথে আলোচনা শেষে বোর্ডের সঙ্গে আবারও বসতে হবে।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের কিছু মতামত রয়েছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে ক্লাবদেরও অনেক মতামত রয়েছে। কারণ এই মহামারিতে তারাও অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। অনেক স্পন্সর আছে, তারাও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। সবগুলো বিষয় দেখে আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিব। সেটা যেকোনো এডজাস্টমেন্ট হবে। হলে কতটুকু এডজাস্টমেন্ট হবে সেটার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
আগের মতোই এবারও ডিপিএলে ১২ দল অংশ নেবে। তবে এবার কোন দলই নতুন করে কাউকে নিতে পারবে না। মানে গত বছরের দলই খেলবে এবার।
Discussion about this post