ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে এপ্রিলের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সম্ভাব্য সূচি অনুযায়ী ১১ মে সিরিজ শুরু হওয়ার কথা।
পাকিস্তানের যুবারা ঢাকায় এসে কোয়ারেন্টাইন ও ম্যাচের জন্য প্রস্তুতি নেবে। বিসিবি ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাউসার পাকিস্তান যুবাদের সফর নিশ্চিত করেছেন। একই সময়ে বাংলাদেশ দলও থাকবে ভারতের নয়ডায়। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি চারদিনের ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। ৫ মে বাংলাদেশ দেশে ফিরবে। এরপর শুরু হবে যুবাদের হোম সিরিজ।
আফগানদের বিপক্ষে খেলতে ১০ মার্চ ভারত যাওয়ার কথা থাকলেও এসিবি সবুজ সংকেত দিলে বাংলাদেশ ২০ মার্চ ঢাকা ছাড়বে। সিরিজ পিছিয়ে যাওয়ার একটি চারদিনের ম্যাচ ছেঁটে ফেরার আলোচনা চলছে। সেক্ষেত্রে নয়ডায় শুধু পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল।
চলতি বছরের শেষ দিকে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা তাদের।
Discussion about this post