ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে হেসে-খেলে জয়! শুক্রবার শেরেবাংলা স্টেডিয়ামে অনায়াসেই বাংলাদেশ ইমার্জিং দল উড়িয়ে দিল আয়ারল্যান্ড উলভসকে। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজ জয় এক ম্যাচ আগেই নিশ্চিত করল স্বাগতিকরা। পেসার সুমন খানের ৪ উইকেটের পর মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ফিফটিতে দল পায় ৮ উইকেটের জয়।
ছুটির দিনে হোম অব ক্রিকেটে প্রতিপক্ষকে ১৮২ রানে আটকে রাখে স্বাগতিকরা। এরপর ৪১.৩ ওভারে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশের দলটি।
দল কোনরকম ঝুঁকি নেয়নি। সহজ লক্ষ্য সহজেই টপকে যায় বাংলাদেশ ইমার্জিং দল।তবে দ্রুত ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় তারা। ২ রান করে তামিম আউট। এরপর ইয়াসির আলী রাব্বিও ফেরেন ২ রান করে। তারপর হৃদয় হৃদয় জয় করেন। জয়কে সঙ্গে নিয়ে গড়েন ১৭৬ রানে জুটি। হৃদয় করেন অর্ধশতক। সঙ্গে জয়ও।
৫১ বলে হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইমার্জিং দল। হৃদয় ৯৭ বলে ৮৮ আর জয় ১৩৫ বলে ৮০ রান নিয়ে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ।
এর আগে পেসার সুমন খান নেন ৪ উইকেট। সাইফ হাসান, রকিবুল হাসান ও মুকিদুল ইসলামরা ২টি করে উইকেট নেন। তাতেই কাঁবু প্রতিপক্ষ। সর্বোচ্চ ৪০ রান করেন মার্ক অ্যাডায়ার।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড উলভস: ১৮২/১০, ৪৬.২ ওভার (অ্যাডায়ার ৪০, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯; সুমন ৪/৩১)
বাংলাদেশ এইচপি দল: ১৮৬/২, ৪১.৩ ওভার (হৃদয় ৮৮*, জয় ৮০*; চেস ২/২৯)
ফল: ৮ উইকেটে জয়ী বাংলাদেশ এইচপি দল।
Discussion about this post