ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারই প্রথম বাংলাদেশ গেমসে যুক্ত হয়েছে মেয়েদের ক্রিকেট। নবম আসরে নারীদের ক্রিকেট বিভাগে শুরুতেই চমক বাংলাদেশ নীল দলের। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দলটি। শুক্রবার সিলেটে বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে সোনার পদক জিতেছেন সালমা খাতুন, জাহানারা আলমরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী ক্রিকেটের স্বর্ণের লড়াইয়ে মাঠে নামে বাংলাদেশ নীল দল ও সবুজ দল। যেখানে সবুজ দলকে অনায়াসেই হারাল নীল দল। ম্যাচে তাদের জয়ের পথ করে দিয়েছেন জাহানারা আলম ও মুমতা হেনা।
জিততে মাত্র ৭৩ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভাল ছিল না। চটজলদি ফেরেন মুর্শিদা খাতুন। ১৫ বলে করেন ৯ রান। তারপরই ফারজানা হককে নিয়ে জুটি গড়েন ওপেনার শামীমা সুলতানা। ৩০ রানে ফেরেন। ৫৫ বলে ৩১ রান করে আউট শামীমা। তারপর দলকে জিতিয়ে ফেরেন ফারজানা ও ইসমা তানজিম। মাত্র ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে সালমার দল।
২৮ রানে ফারজানা ও তানজিম অপরাজিত ১ রানে। সবুজ দলের হয়ে একটি করে উইকেট নেন খাদিজা তুল কোবরা ও রুমানা।
তার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নীল দল হতাশই করেছে। ১৫ বলে ৮ রান করেন অধিনায়ক শারমিন। ৩১ বলে ১২ রান সানজিদাকে ফেরান সালমা। রুমানা ১৪ রান করে আউট। ২ চারে ৩৯ বলে দলের সর্বোচ্চ ১৮ রান করেন রিতু। অন্যরা শুধু আসা-যাওয়াতে ছিলেন ব্যস্ত। নীল দলের হয়ে তিনটি করে উইকেট নেন জাহানারা ও মুমতাহেনা। দুটি উইকেট সালমার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ সবুজ দল: ৭২/১০ (ওভার ৩৬); (রিতু ১৮, রুমানা ১৪, সানজিদা ১২, জাহানারা ৩/১৫, মুমতাহেনা ৩/১৫, সালমা ২/৯, রাবেয়া ১/১০)
বাংলাদেশ নীল দল: ৭৪/২ (ওভার ১৮.২); (শামীমা ৩১, ফারজানা ২৮*, রুমানা ১/৮)।
ফল: বাংলাদেশ নীল দল ৮ উইকেটে জয়ী
Discussion about this post