ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশেও জৈব সুরক্ষা বলয়ের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিউজিল্যান্ডে রীতিমতো ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। প্রথম সাতদিন তো রীতিমতো হোটেল বন্দি। পরের সাতদিন কিছুক্ষণের জন্য দল যেতে পেরেছে বাইরে। স্বস্তির খবর সব সামলে উঠেছেন মুশফিকুর রহিম আর তামিম ইকবালরা। চারবার করোনা পরীক্ষায় পাশ। এখন বাইরে যেতে নেই কোন বাধা।
বুধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে চলে গেল দল। ৫০ মিনিটের ভ্রমণ শেষে দল এখন নতুন ঠিকানায়। তামিম ইকবাল উচ্ছ্বসিত। ওয়ানডে অধিনায়ক বুধবার স্থানীয় গণমাধ্যমে বলেন, ‘আমরা এখন হয়তো ৪৫ দিনের সফর করছি। সব স্বাভাবিক থাকলে হয়তো আমরা ২০ থেকে ২২ দিনে বাড়ি ফিরে যেতাম। এখন ১৪ দিন আইসোলেশন করতে হচ্ছে। কিন্তু এখন তো সব অন্যরকম। কিন্তু আপনাকে প্রত্যেকটি দেশের নিয়মকে সম্মান জানাতে হবে। এখন ভালো দিক হচ্ছে আমরা বাইরে বের হয়েছি। পরিস্কার বাতাসে আছি। এখন গত দুই সপ্তাহর মতো না। যখন আমাদের একটু সময় দেওয়া হতো বের হওয়ার। এখন সবই ভালো।’
১৪ দিনের কঠিন কোয়ারেন্টাইন থেকে স্বস্তি পাচ্ছেন তামিম। জানালেন, ‘এটা দারুণ অনুভূতি। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। আমরা জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। কিন্তু এমন একদম আইসোলেশনে ছিলাম না। সত্যি কথা বলতে এখানে যারা ছিলেন, তাঁরা আমাদের খুবই ভালো দেখাশোনা করেছে। নিউজিল্যান্ড ক্রিকেট সেভাবে সব দেখাশোনা করেছে, আমরা শুধু ধন্যবাদ দিতে পারি, এটা সহজ না। কিন্তু তারা যতটা সহজ করা যায় সেটা করেছে।’
সৌম্য সরকারওমিুক্তি পেয়ে খুশি। তিনি ক্রাইস্টচার্চ থেকে কুইন্সল্যান্ডের বিমান ধরার আগে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এটা জানিয়ে রাখলেন। সতীর্থ মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও রুবেল হোসেনকে পাশে নিয়ে একটি ছবি পোষ্ট করেন। আর ক্যাপশনে লিখলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ। এখন ক্রিকেট আর মুক্ত বাতাসের প্রতীক্ষায়। শুভ কামনায় রাখুন আমাদের।’
আরেকটি ছবি পোস্ট করেন লিটন দাস। জানান কোয়ারেন্টাইন শেষে দল কুইন্সল্যান্ডে যাচ্ছে। ১১ মার্চ থেকে কুইন্সটাউনে চলবে টাইগারদের অনুশীলন। মোট ৫ দিনের ক্যাম্প। ২০ মার্চ ওয়ানডে সিরিজ শুরু। কিউইদের বিপক্ষে সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। ২৮ মার্চ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post