ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের মার্চে প্রথম রাউন্ডের পরেই করোনার জন্য স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। যে কারণে বেশিরভাগ ক্রিকেটারই পড়েছেন আর্থিক সমস্যায়। আর তাই অচলাবস্থা কাটাতে ক্রিকেটাররা কম পারিশ্রমিকেও এবার এ টুর্নামেন্ট খেলতে রাজি। এমনটাই জানিয়েছেন, ডিপিএলের আয়োজক সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদ।
আগামী মে-জুনে স্থগিত হওয়া ডিপিএল আয়োজন করবে বিসিবি। তবে এবার ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট না হয়ে হতে পারে টি-টুয়েন্টি ফরম্যাটে। যে কারণে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে যেতে পারে। ক্রিকেটাররা নাকি তাতেও রাজি। এ ব্যাপারে ইনাম আহমেদ বলেন, ‘আমরা ঐ লিগটিকেই শেষ করতে চাই। ফরম্যাট বদলে করা যায় কি না দেখব।’
টি-টুয়েন্টি ফরম্যাটের জন্যই তাহলে ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাবে? এ ব্যাপারে ইনাম বলেন, ক্লাব ও কোয়াবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, ‘এটা কোয়াবের সাথে আলোচনা করতে হবে, ক্লাবদের সাথে আলোচনা করতে হবে। আমার মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়রা যেন ভালো পারিশ্রমিক পায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা আমাকেই আগেই বলেছে- একটা টুর্নামেন্ট করেন, যদি আমাদের কিছু কন্সিডার করতে হয়, পারিশ্রমিক একটু কেটে রাখতে হয়- আমরা করতে পারি। আলোচনা করে সেই সিদ্ধান্তে আসব।’
ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ থাকায় অনেকেই ক্ষেপ খেলে আয় করছেন। ব্যাপারটি জেনেও চুপ সিসিডিএম। এ নিয়ে ইনাম বলেন,
বলেন, ‘বিশ্বাস করবেন না- গত চার মাসে কত ফোনকল আমি পেয়েছি খেলোয়াড়দের, তারা পরিবার নিয়ে কত কঠিন পরিস্থিতিতে আছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময়ও অনেকে বলেছে- যে করেই হোক আমাদের একটা খেলা মাঠে দেন। তাদের কথা চিন্তা করে… কোয়াবের সাথে বারবার কথা বলছে। দুর্জয় ভাই, সুজন ভাই; বোর্ড সভাপতিও এটা নিয়ে ভাবছেন।’
টুর্নামেন্ট ফের শুরুর করার কথা ভাবছে সিসিডিএম। ইনামও তাই বললেন নতুন করে,‘কীভাবে টুর্নামেন্ট চালু করা যায়, আমরা ক্লাবগুলোর কাছ থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আসতে পারি… খেলোয়াড়দের কথা চিন্তা করে খেলা চালু রাখতে হবে। ১২ দলে দুইশর উপর খেলোয়াড় খেলে। অনেক খেলোয়াড়ের জন্য এটাই আয়ের মূল উৎস। তাদের অনেকের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতেও নেই।’
Discussion about this post