ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব অনিশ্চয়তা কাটিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ই তাদের পৌঁছে দিয়েছে চূড়ায়। বিরাট কোহলিদের আগেই অবশ্য ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। সব ঠিক থাকলে সামনের ১৮ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কারা টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন এই লড়াই শেষেই মিলবে উত্তর।
তবে ফাইনালের ভেন্যু পাল্টে যেতে পারে। বলা হচ্ছে ক্রিকেটের তীর্থ ভূমি লর্ডস থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরে যেতে পারে। ইংল্যান্ডে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এনিয়ে ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও এনিয়ে এখনো সরাসরি কিছু জানায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এ অবস্থায় নতুন কোন ভেন্যুতে ম্যাচ হবে তা ঠিক করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাহায্য নিচ্ছে আইসিসি। এমনিতে ম্যানচেস্টার ও সাউদাম্পটনে জৈব সুরক্ষা বলয় তৈরি করে খেলা শুরু করেছিল ইসিবি। তার পথ ধরে এখন ক্রিকেট বিশ্বের সবগুলো দেশে খেলা চলছে।
এ অবস্থায় সূত্র গণমাধ্যমে জানিয়েছে, ‘লর্ডসের নাম এখনই সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে না। অন্য জায়গাতেও হতে পারে ফাইনাল। আমরা ইসিবির সঙ্গে কথা বলছি। আমাদের মেডিক্যাল টিম সব দেখেশুনে জানানোর পর আইসিসি জানাতে পারবে, কোথায় হবে শিরোপার লড়াই।’
বলা হচ্ছে ৯ এপ্রিল শুরু হতে পারে আইপিএল। ফাইনাল ৩০ মে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট আগেই শেষ করবে। দিল্লিসহ ছ’টি ভেন্যুতে হতে পারে এবারের আইপিএল।
Discussion about this post