ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত নিউজিল্যান্ড সফরটা আতঙ্কের অন্য নাম হয়েই আছে। ২০১৯ সালের শুরুতে ক্রাইস্টচার্চে এক মসজিদে উন্মাদ বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়ে ৫০ জন মুসল্লীকে খুন করে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সেই মসজিদে জুম্মার নামাজ পড়তে পথে ছিলেন। ক্রিকেটাররা সেই মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগে ঘটে নির্মম ঘটনা। তারপরই সিরিজের শেষ টেস্ট না খেলে দেশে ফিরে আসেন তামিম ইকবালরা। সেই ভয়াবহ ঘটনার পর এবার নতুন আেরক অভিজ্ঞতা হলো।
বৃহস্পতিবার প্রবল ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়। স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে (শুক্রবার) ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। দেশটির উত্তর-পূর্ব উপকূলবর্তী অঞ্চলের শহর গিসবর্ন থেকে ১৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। এরপর অবশ্য সুমানির শঙ্কায় সতর্কতা তুলে নেওয়া হয়।
এখন নিউজিল্যান্ডে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ খেলতে সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সবাই নিরাপদে রয়েছেন। বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘আল্লাহ’র রহমতে পুরো দল নিরাপদে রয়েছে। কারো কোন সমস্যা হয়নি। গভীর রাতে ভূমিকম্পের সময় দলের সবাই ঘুমে ছিলো। ভূমিকম্প যে হয়েছে, সেটাই কেউ টের পায়নি।’
একইভাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘ক্রিকেটাররা ভালো আছে। নিউজিল্যান্ডে যে কোনো জাতীয় দুর্যোগে সরকার সফরকারী দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে। বাংলাদেশ দলের সঙ্গেও যোগাযোগ আছে নিউজিল্যান্ড সরকারের।’
এরইমধ্যে জানা গেছে রাজধানী ওয়েলিংটন ও আশপাশের অন্যান্য এলাকায় সুনামির আশঙ্কা নেই। তারপরো জননিরাপত্তা বিভাগ সর্ব সাধারণকে সমুদ্র তীরবর্তী এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সফরে হোটেলে স্বেচ্ছা কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার থেকে একক অনুশীলন শুরু করেছে দল। ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post