ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জানা শোনা চার বছরের। প্রণয় থেকে এবার পরিণয়! ৩১ পেরিয়ে এসে শুরু করলেন নতুন ইনিংস। বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলী বিয়ের পিঁড়িতে বসলেন। পারিবারিকভাবেই মাগুরার মেয়ে আফসা সুলতানার সঙ্গে শুরু হলো মুক্তারের জীবনের ইনিংস।
গত সোমবার বিয়ে করলেন মুক্তার। কনে আফসা সুলতানা মাগুরার মেয়ে। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করেছেন। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। নতুন জীবন শুরুর মুহূর্তে সবার কাছে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার।
মুক্তার বলেন, ‘বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললাম। আমাদের জন্য দোয়া করবেন। করোনার কারণে পারিবারিক আয়োজনের বাইরে তেমন বড় কিছু ছিল না। রাজধানীর একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। শুধু দুই পরিবারের কয়েকজন উপস্থিত ছিল। পারিবারিক বিয়ে হলেও ৪ বছরের সম্পর্ক ছিল আমাদের।’
মুক্তারের আন্তর্জাতিক ক্যারিয়ার মাত্র এক ম্যাচের। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে আছে এই অলরাউন্ডারের। তবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দুর্দান্ত খেলে ডাক পান আবুধাবি টি-টেন লিগে। এরপর মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ৬টি ম্যাচ খেলেন তিনি। দেশে ফিরেই বাজল তার বিয়ের সানাই।
Discussion about this post