ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী ২০ মার্চ নিউজিল্যান্ড সফরে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সফরকারীদের চারবার দিতে হবে করোনা টেস্ট। সে হিসেবে এবার দ্বিতীয় পরীক্ষাতেও সুখবর পেয়েছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এর মধ্যে প্রথম টেস্টে উতরে গিয়েছিলেন সবাই।
দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভের ফলে ক্রিকেটার ও স্টাফদের কোয়ারেন্টিন কঠোরতায় কিছুটা শিথিল হচ্ছে। এর ফলে হোটেলের লবি ও বাগানে ঘোরাঘুরি করতে পারবেন তারা।
আগামী ১ মার্চ পর্যন্ত রুম কোয়ারেন্টিন। সেটা শেষ হলে আরও দুবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে টাইগারদের। সব টেস্টে নেগেটিভ হলেই কেবল ১৪ দিন পর খোলা আকাশের নিচে বের হওয়ার সুযোগ মিলবে তাদের।
বাংলাদেশ দল আগামী ২ থেকে ৯ মার্চ পর্যন্ত ছোট ছোট গ্রুপে অনুশীলন করতে পারবে। তবে ১০ মার্চ থেকে সবাই ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন বলে জানা গেছে। ১০ মার্চ কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দলের সদস্যরা। সেখানে অনুশীলন চলবে টানা ৫ দিন।
এদিকে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। সেটা শেষ হলেই প্রথম ওয়ানডের ভেন্যু ড্যানেডিন যাবে টাইগাররা।
Discussion about this post