ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে গত একমাস ধরে সিলেটে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেখানে নেই হেড কোচ। কিন্তু তার অভাব বোধ করছেন না জাহানারা আলমরা। তারা দেশিয় কোচের অধীনেই ভালভাবই প্রস্তুতি সারছেন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই হেড কোচ বিহীন রয়েছে টাইগ্রেসরা। আপাতত সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া ফয়সাল হোসেন ডিকেন্সের অধীনেই কাজ করেছেন সালামারা। এ ছাড়া ব্যাটিং কোচ সানোয়ার হোসেন সানু, স্পিন কোচ ওয়াহিদুল গণি ও পেস বোলারদের নিয়ে কাজ করেছেন নির্বাচকের দায়িত্ব পাওয়া পেসার মঞ্জুরুল ইসলাম।
প্রায় একবছর ধরে না থাকলেও নারী দল অভাব বোধ করছে না প্রধান কোচের। এ ব্যাপারে শনিবার জাহানারা বলেন, ‘হেড কোচের কোন অভাব আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না। এ ব্যাপারটি সম্পূর্ণ বোর্ডের ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে রয়েছেন সহকারী কোচ। তার সাথে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং সানু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায় মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’
আগামী ২৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল থেকে। শেষে হবে ১৩ এপ্রিল। মাঝে ৩টি ওয়ানডে হবে ৬, ৮ ও ১১ এপ্রিল। এই সিরিজে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে তারা। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন সিরিজের জন্য তৈরি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ ব্যাপারে জাহানারা জানিয়েছেন,‘এখন পর্যন্ত সিলেটে ৫০ ওভারের ১০ টা ম্যাচ খেলেছি। সেখানে সবাই মোটামুটি ফিট ছিল। কেউ চোটে পড়েনি। এদিক থেকে আমি বলতে পারি তারা যথেষ্ট ফিট। স্কিলের দিক থেকে যদি বলি আমাদের সেঞ্চুরি ছিল, পাঁচ উইকেট হয়নি তবে ৪ উইকেট ৩ উইকেট ছিল। সব মিলিয়ে বলা যায় বোলাররা ভালো করেছে। তাই আমরা আসন্ন সিরিজের জন্য সম্পূর্ণ তৈরি।’
Discussion about this post