ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এতোদিন ঘরের মাঠে নেতৃত্ব দিয়ে ভারতকে ২১ টেস্টে জয় এনে দেওয়ার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট জিতে সাবেক অধিনায়ককে পেছনে ফেলেছেন বিরাট কোহলি।
এখন পর্যন্ত ঘরের মাঠে ২৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ২২ জয় এনে দিয়েছেন কোহলি। যা দিয়ে মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক যে জয়গুলো এনেছিলেন ৩০ টেস্টে নেতৃত্ব দিয়ে।
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। দুদিনেরও কম সময়ে দিবা-রাত্রির ম্যাচটি জিতেছে কোহলির দল। এরফলে ভারত অধিনায়ক ঘরের মাঠে ধোনির জয়ের রেকর্ড টপকে যান।
ঘরে-বাইরে মিলিয়ে ভারতের সবচেয়ে বেশি জয়ে নেতৃত্ব দেয়ার রেকর্ড অবশ্য বেশ আগেই নিজের করে নিয়েছেন কোহলি। ধোনি যেখানে ৬০ টেস্টে অধিনায়কত্ব করে ২৭ জয় রেখে অবসরে গেছেন। কোহলি সেখানে ৫৯ টেস্টে অধিনায়কত্ব করে ৩৫ জয় নিয়ে এগোচ্ছেন।
Discussion about this post