ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পৃথ্বি শ। ১৫২ বলে ২২৭ রানের অপরাজিত ইনিংসে খেলে জায়গা করে নিলেন রেকর্ড পাতায়। বৃহস্পতিবার পন্ডিচেরির বিপক্ষে জয়পুরে ইনিংস শুরু করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৩১ চার ও ৫ ছক্কায় ডাবল সেঞ্চুরির ইনিংস তুলে নেন পৃথ্বি শ। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
পৃথ্বি এই ইনিংস খেলার পথে ভেঙেছেন ৪৫ বছরের বেশি পুরনো রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্রায়েম পোলকের। সেই ১৯৭৪ সালের অক্টোবরে ইস্টার্ন প্রভিন্সের হয়ে বোর্ডারের বিপক্ষে পোলক করেন অপরাজিত ২২২ রান। ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও খেললেন পৃথ্বি। এর আগে ২০১৯ সালে কেরালার হয়ে গোয়ার বিপক্ষে সাঞ্জু স্যামসন করেন অপরাজিত ২১২ রান।
একইসঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ভারতীয় কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ স্কোর গড়লেন পৃথ্বি। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মার ২৬৪ রান এখনো সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে শিখর ধাওয়ান করেন ২৪৮ রান।
ইতিহাস জানাচ্ছে, লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড অ্যালিস্টার ব্রাউনের। ২০০২ সালে সারের হয়ে গ্ল্যামরগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ করেন ব্রাউন।
বৃহস্পতিবার পৃথ্বির ডাবল সেঞ্চুরির সঙ্গে সূর্যকুমার যাদবের ৫৮ বলে ১৩৩ রানের দাপুটে ইনিংসে ৫০ ওভারে মুম্বাই সংগ্রহ করে ৪ উইকেটে ৪৫৭ রান। এটিই ভারতের ঘরোয়া একদিনের ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর।
ভারতীয় জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে এডিলেডে দিন রাতের টেস্টে শেষবার খেলেন পৃথ্বী। ব্যাট হাতে দুই ইনিংসে করেন যথাক্রমে ০ এবং ৪ রান। চলতি ইংল্যান্ড সিরিজের তিন ফরম্যাটের কোনো দলেই জায়গা হয়নি তার। সেই সুযোগটা কাজে লাগিয়ে খেলছেন ঘরোয়া ক্রিকেটে।
Discussion about this post