ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনার কারণে এখন আর বলে লালা বা থুথু ব্যবহার করা যাবে না। তাই পেস বোলারদের পড়তে হচ্ছে বেশ অসুবিধায়। তবে এ থেকে বের হতে সমাধানের পথ খুঁজে বের করেছে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বল উজ্জ্বল রাখকে বিশেষ ফেব্রিক্সের ট্রাউজার পরে খেলবে টাইগাররা।
স্বাস্থ্য নিরাপত্তার জন্য বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার আগেই অনেক বোলার বিরোধিতা করেছিলেন। টেস্টের বর্তমান সেরা বোলার প্যাট কামিন্স তো বলেছিলেন এরকম করলে পেসারদের খেলাই ছেড়ে দেওয়া উচিত! তারপরও গত ৮ মাস ধরে এভাবেই চলে আসছে।
বল উজ্জ্বল রাখতে বিভিন্ন দলই ভিন্ন পথ অবলম্বন করছে। বাংলাদেশও পিছিয়ে নেই। গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের সময় বিশেষ ফেব্রিক্সের ট্রাউজার টাইগারদের দেওয়া হয়েছিল। তবে সে সময়ের ট্রাউজার বানানোটা টাইগার ক্রিকেটারদের কাছে যুতসই মনে হয়েছিল না তাই তারা সেটা ব্যবহার করেছিলেন না। এবার আবার সামান্য কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা সেটা পছন্দ করেছেন।
বিশেষ ফেব্রিক্সের এই ট্রাউজার দেখতেই বেশ উজ্জ্বল। ফেব্রিক্স আনা হয়েছে থাইল্যান্ড থেকে। বিভিন্ন নামকরা ব্রান্ড, যেমন অ্যাডিডাস, নাইকির মতো প্রতিষ্ঠানও এখন ট্রাউজার তৈরিতে এই ফেব্রিক্স ব্যবহার করছে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই প্রথমবারের মতো এই বিশেষ ট্রাউজার পরে খেলবে বাংলাদেশ দল। এই ট্রাউজার ব্যবহার করে বলও রাখা যাবে উজ্জ্বল। প্রস্তুতকারকরা শতভাগ আশা করছেন ক্রিকেটাররা উপকৃত হবেন এবং পছন্দ করবেন।
Discussion about this post