গত নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের অন্য নাম হয়েই আছে। ২০১৯ সালে দেশটিতে সফরের সময় ক্রাইস্টচার্চে এক মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে ভয়াবহ এক বন্দুক হামলার সাক্ষী হয় বাংলাদেশ দল। এক উন্মাদ বন্দুকধারী মসজিদে হামলা চালিয়ে হত্যা করে অর্ধশত নিরীহ মানুষকে। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা মসজিদে প্রবেশের আগেই হয় সেই হামলা। ভাগ্যক্রমেই সেদিন বেঁচে যান তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
ফের সেই দেশটিতে ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এবারও প্রথম পা পড়ছে ক্রাইস্টচার্চে। মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। ২০ সদস্যের স্কোয়াডের সঙ্গে ১৫ কোচিং ও সাপোর্ট স্টাফসহ মোট ৩৫ সদস্যের বহর।
করোনা পরবর্তী ক্রিকেটে প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিউইদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে ও সমান টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
কোয়ারেন্টাইন ও প্রস্তুতির জন্য প্রায় ১ মাস আগে নিউজিল্যান্ডে যাচ্ছে দল। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প হবে মুশফিক-তামিমদের। বোর্ডের প্রতিনিধি হয়ে সফরে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
নিউজিল্যান্ডে জয় অধরা টাইগারদের। কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি টাইগাররা। এবার দলে নেই সাকিব আল হাসান। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এ সফর থেকে ছুটি পেলেন তিনি। পরিবারের সঙ্গে তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। সাকিবকে ছাড়াই চ্যালেঞ্জ নিচ্ছে টাইগাররা।
কিউই সফরে বাংলাদেশ দল-
তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।
Discussion about this post