নিউজিল্যান্ডের মাঠে জয় সোনার হরিণ। এখন অব্দি এই দেশটিতে খেলতে গিয়ে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ফের দেশটিতে খেলতে গেল বাংলাদেশ দল। এবার স্বপ্নের ফানুস উড়ালেন তামিম ইকবাল। অধিনায়কের সঙ্গে আশার কথা শোনালেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারও। দেশ ছাড়ার আগে মঙ্গলবার কথা বললেন দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যাওয়া জালাল ইউনুস।
এবার হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। কিউইদের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে ও সমান টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ। ২০ মার্চ ওয়ানডে দিয়ে শুরু বাংলাদেশের। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৬ মার্চ। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ যথাক্রমে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
সেই লড়াইয়ের তামিম ইকবাল বলছিলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।’
সৌম্য সরকারও একই সুরে কথা বললেন। জানালেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে। অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’
সফরে সাফল্য পাওয়া সহজ হবে না। বাস্তবতা মেনে ম্যানেজার জালাল ইউনুস বলেন, ‘কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এটাতে কোনো বিতর্ক নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।’
সব মিলিয়ে স্বপ্ন দেখিয়ে ঢাকা ছাড়লেন তামিমরা। শুরুতেই ক্রাইস্টচার্চে যাবে দল। নিউজিল্যান্ডে এরপরই কোয়ারেন্টাইন।
Discussion about this post