ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই প্রত্যাবর্তন হয়েছে টাইগারদের। এখন নিয়মিতই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে টাইগারদের। একদিন বাদে মঙ্গলবার ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে সিরিজের স্পন্সর খুঁজে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেক্সিমকোকে স্পন্সর হিসেবে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষ হতেই ফের স্পন্সর শূন্য। এ কারণেই নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন স্পন্সরের খোঁজ শুরু করে বিসিবি। সিরিজের জন্য ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে চুক্তি হয়েছে।
করোনা সংক্রমণের পর খেলা ফিরলে উইন্ডিজ সিরিজে স্পন্সর হিসেবে বেক্সিমকোকে পায় বাংলাদেশ। সেটি এক সিরিজের জন্য। এবার মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে উঠছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নাম। বিসিবির সঙ্গে এক সিরিজের চুক্তির অঙ্ক দুই কোটি টাকা।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে বিসিবি। ইভ্যালির সঙ্গে বিসিবির চুক্তি শুধু নিউজিল্যান্ড সিরিজের জন্য। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামিমা নাসরিন ও চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন।
Discussion about this post