ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা শুধু তারই হয়ে থাকল। ব্যাটিংয়ের সঙ্গে কিপিং! নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। খেললেন ১৭৩ রানের ইনিংস। সঙ্গে ৭টি ক্যাচ। সেঞ্চুরি ও একাধিক ক্যাচ নিয়ে ভারতীয় এই কিপার-ব্যাটসম্যান গড়লেন অনন্য কীর্তি। লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির পাশে ৫টির বেশি ক্যাচ ছিল না কারোরই। ইশান কিষানের এমন সাফল্যের দিনে বিশ্বরেকর্ড গড়ল তার দল ঝাড়খন্ড।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে মধ্য প্রদেশকে হারাল ৩২৪ রানে! ইতিহাস জানাচ্ছে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটিই। ২০০৩ সালে ইংল্যান্ডে বাকিংহ্যামশায়ারকে ঠিক ৩২৪ রানেই হারিয়েছিল গ্লস্টারশায়ার।
গত শনিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে কিষান হাফসেঞ্চুরি করেন ৪০ বলে। সেঞ্চুরি করতে লেগেছে ৭৪ বল। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি থেকে দেড়শ পর্যন্ত যেতে খেলেন মাত্র ১২ বল। শেষ অব্দি ৯৩ বলে ১৭৩ রান করে আউট। ১৯টি চারের সঙ্গে ১১টি ছক্কা।
এরপর গ্লাভস হাতে তার ডিসমিসাল করেন ৭টি। ক্যাচের বিশ্বরেকর্ড হতে গিয়েও হয়নি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ ক্যাচের বিশ্বরেকর্ড যৌথভাবে ইংল্যান্ডের দুই কিপার ডেরেক টেইলর ও জেমস পাইপের। অবশ্য সেঞ্চুরির সঙ্গে ৭ ক্যাচ লিস্ট ‘এ’ ইতিহাসে কিষানই প্রথম।
Ishan Kishan in the #VijayHazareTrophy today:
🏏 173 runs
️🔥 94 balls
💥 19 fours, 11 sixes
🧤 SEVEN catchesExcited for the IPL, Mumbai fans? 😉 pic.twitter.com/4Dq6rhZ3Mk
— Wisden India (@WisdenIndia) February 20, 2021
Discussion about this post