ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা পরবর্তী যুগে প্রথম দল হিসেবে কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। টাইগারদের আতিথিওতায় মুগ্ধ হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। শুধু তা-ই নয়ম নিকট ভবিষ্যতে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে আশাবাদী তারা।
শত বাঁধা থাকার শর্তেও করোনাকালিন কঠিন সময়ে সঠিকভাবে ওয়ানডে এবং টেস্ট সিরিজ আয়োজন করেছে বিসিবি। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার হতে কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের সব ধরণের সুবিধা দেওয়া হয়েছে। তাই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দারুণ খুশি। সংস্থাটি এ ব্যাপারে জানিয়ে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি। আশা করি, এ সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে।’
ওয়েস্ট ইন্ডিজের ইচ্ছে এবার তাদের মাটিতে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনের। এ ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ,‘আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।’
Discussion about this post