রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ভারত। রোববার তাদেরকেই মাটিতে নামিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। অথচ বিশাখাপত্তনমে বেশ লড়াকু পুঁজি গড়েছিল স্বাগতিকরা। ২৮৮ রান তো আর কম নয়। ৯৯ রান করে ফিরে যান বিরাট কোহলি! কিন্তু সেই ম্যাচটাই ২ উইকেটে জিতে নিল উইন্ডিজ। কিরেন পাওয়েল ও ড্যারেন ব্রাভোর হাফসেঞ্চুরিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। এরপর লিন্ডেল সিমন্সের ৬২ ও ড্যারেন স্যামির ৬৩ রানের অপরাজিত হাফসেঞ্চুরিতে সফরে প্রথম জয়ের মুখ দেখল সফরকারীরা। ভারতের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি নিজের ১৫০ নম্বর ম্যাচে হারলেন!
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। বুধবার কানপুরে তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত : ২৮৮/৭, ৫০ ওভার (কোহলি ৯৯, ধোনি ৫১*, ধাওয়ান ৩৫, রামপল ৪/৬০)।
ওয়েস্ট ইন্ডিজ : ২৮৯/৮, ৪৯.৩ ওভার (পাওয়েল ৫৯, ব্রাভো ৫০, সিমন্স ৬২, স্যামি ৬৩*, অশ্বিন ২/৩৭)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ড্যারেন স্যামি
Discussion about this post