ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কার। তার আগে আগামী এপ্রিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন।
পাল্লেকেলে ও ক্যান্ডিতে দুটি টেস্টের সূচি প্রায় চূড়ান্ত বলেও উল্লেখ করেন অ্যাশলি ডি সিলভা। গতবার কঠোর কোয়ারেন্টাইনের শর্তে সফর থমকে গিয়েছিল। তবে এবার শর্ত শিথিল হচ্ছে। মঙ্গলবার কলম্বোভিত্তিক ডেইলি ফিনান্সিয়াল টাইমস জানায়, এসএলসি প্রধান নির্বাহী বলেছেন, ‘এবার কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হয়েছে। সাত দিন কোয়ারেন্টাইনের পর দশম দিন থেকে খেলা যাবে। যেভাবে ইংল্যান্ড সিরিজ আয়োজন করা হয়েছে সেভাবেই।’
লঙ্কা সফরে বাংলাদেশ দল খেলবে দুটি টেস্ট। এ ব্যাপারটিও নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী, ‘এপ্রিলে সফরে আসছে বাংলাদেশ, এটা ৯০ ভাগ নিশ্চিত। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে পৌঁছার পর তারা ডাম্বুলায় যাবে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলে তারপর ক্যান্ডি। বাকিটা সবকিছু চূড়ান্ত হওয়ার পর নিশ্চিত করা যাবে।’
বাংলাদেশ যে সময় লঙ্কা সফর করবে তখনই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ভারতের ঐ লিগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তেমন বেশি ক্রিকেটার খেলার সুযোগ পায় না।
Discussion about this post