ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গুঞ্জনটা আগেই ছিল। এবার তারই বাস্তবায়ন হতে যাচ্ছে। আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করলেন সাকিব আল হাসান। জাতীয় দলের তারকা অলরাউন্ডার সফরটিতে যেতে চাইছেন না। তৃতীয় সন্তানের জন্মের সময়ে থাকতে চান স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে। পিতৃত্বকালীন ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দিয়েছেন তিনি।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমে জানান এই তথ্য। তিনি বলেন, ‘আমরা ওর কাছ থেকে একটি চিঠি পেয়েছি। যেখানে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চাইছে। কারণ তখন ও তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি আমরা।’
এখন অবশ্য চোটে মাঠের বাইরে আছেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন পাওয়া বাম ঊরুর চোটে মাঠ ছাড়েন। এরপর আর মাঠে নামা হয়নি। খেলতে পারেন নি টেস্টে। এমন কী ঢাকা টেস্টেও নেই সাকিব।
বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না সাকিব। এ অবস্থায় নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব। কিউই সফরে যেতে চাইছেন না তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সফর থেকে নাম প্রত্যাহার করার আবেদন করেছেন বাঁহাতি অলরাউন্ডার।
৩ ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলতে চলতি মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ দলের।সেখানে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ দল। পঞ্চাশ ওভারের ম্যাচ তিনটি হবে যথাক্রমে; ২০, ২৩ ও ২৬ মার্চ। ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে। এরপর টি-টুয়েন্টির তিনটি ম্যাচ হবে আগামী ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post