ক্রিকবিডি২৪কম রিপোর্ট
হাসান আলির অসাধারণ বোলিং নৈপুণ্যে রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়ে পাকিস্তান। এরফলে দীর্ঘ ১৮ বছর পর টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
স্বাগতিকদের হয়ে রাওয়ালপিন্ডি টেস্টে ১১৪ রানে মোট ১০ উইকেট নিয়েছেন হাসান আলি। যে কারণে প্রোটিয়াদের হার মানতে বাধ্য হয়েছে। আর তাই পাকিস্তান ২ ম্যাচর টেস্ট সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।
রাওয়ালপিন্ডিতে ইতিহাস রচনা করতে প্রোটিয়াদের দরকার ছিল ৩৭০ রান। এজন্য রোববার বিকেল থেকেই দারুণ খেলছিল দলটি। পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকানদের প্রয়োজন ছিল ২৪৩ রান, হাতে ছিল ৯টি উইকেট। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আগেরদিন ৪৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়া র্যাসি ফিরে যান দ্রুতই। হাসান আলীর বলে বোল্ড হন তিনি। ক্রিজে টিকতে পারেননি ফাফ ডু প্লেসিসও। দলীয় ১৩৪ রানে হাসান আলীর বলে এল্বিডব্লিউর শিকার হন তিনি। পরবর্তীতে রিভিউ নিলেও বাঁচতে পারেননি এই ব্যাটসম্যান। তারপরও প্রথম সেশনেও দাপুটে ক্রিকেটেই খেলেছিল এইডেন মার্করাম আর টেম্বা বাভুমার সৌজন্যে। এদের মধ্যে প্রথম জন সেঞ্চুরি আর দ্বিতীয়জন হাফসেঞ্চুরি করে পাকি চোখ রাঙানি দিচ্ছিলো। কিন্তু লাঞ্চের পর নতুন বল হাতে নিয়েই তাদের ১০৬ রানের জুটি ভাঙেন হাসান। সে সময় মার্করামকে (১০৮) ফেরান এ পেসার। পরে বলেই কুইন্টন ডি কককে সাজঘরের পথ দেখান তিনি। বিপত্তি আরও বাঁধে বাভুমার বিদায়ের পর। দলীয় ২৫৩ রানে শাহীন শাহ আফ্রিদির বলে বাভুমা আউট হয়ে গেলে ম্যাচ ততক্ষণে পাকিস্তানের দখলে চলে যায়।
২৫৩ রানে প্রোটিয়াদের ৬ষ্ঠ উইকেটের পতন হলে, মাত্র ২১ রান যোগ করতেই বাকি চার উইকেটও হারায় প্রোটিয়ারা। ফলে ৯৫ রানের জয় পেলে প্রোটিয়াদের ২-০ তে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে হাসান ৫টি ও শাহিন আফ্রিদি নেন ১টি উইকেট। এদিকে ইয়াসির নেন ১টি উইকেট। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন হাসান আলি। অন্যদিকে সিরিজ জুড়ে দারুণ ব্যাটিংয়ে সুবাদে সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ রিজুওয়ান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান: (প্রথম ইনিংস) ২৭২ (ফাহিম আশরাফ ৭৮, বাবর আজম ৭৭: নকিয়া ৫-৫৬
দক্ষিণ আফ্রিকা: (প্রথম ইনিংস) ২০১ (বাভুমা ৪৪, মুল্ডার ৩৩: হাসান আলী ৫-৫৪)
পাকিস্তান: (দ্বিতীয় ইনিংস) ২৯৮ (রিজওয়ান ১১৫, নোমান ৪৫: লিন্ডে ৫-৬৪)
দক্ষিণ আফ্রিকা: (দ্বিতীয় ইনিংস) ২৭৪ (মার্করাম ১০৮, বাভুমা ৬১: হাসান আলী ৫-৬০)
ফলাফল: ৯৫ রানে জয়ী পাকিস্তান।
সিরিজ: পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: হাসান আলি।
সিরিজ সেরা: মোহাম্মদ রিজওয়ান।
Discussion about this post