ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার ভারতের মাঠেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার আগেই শুরু হয়ে গেছে উন্মাদনা। আসছে আইপিএলে নিলামে নাম নিবন্ধন করেছেন ১০৯৭ জন ক্রিকেটার। তাদের মধ্যে ভারতীয় ৮১৪ জন, বিদেশি ২৮৩। সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রয়েছেন সাকিব আল হাসান। নিলামে ওঠার জন্য বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন আরও চার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এবার নিলামে প্রথমবার থাকতে পারে অর্জুন টেন্ডুলকারের নাম। শচিন টেন্ডুলকারের ছেলে নাম নিবন্ধন করেছেন। কিংবদন্তির পুত্র এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ২০ লাখ রুপি। ২১ বছর বয়সী অর্জুন মুম্বাইয়ের হয়ে খেলেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুটি ম্যাচ খেলেন তিনি।
নিলামে থাকছেন শান্থাকুমারন শ্রীশান্থ। ৩৮ বছর বয়সী পেসারের ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি। ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা হন তিনি। সেই নিষেধাজ্ঞা কমিয়ে ৭ বছর করা হলে গত মাসে ক্রিকেটে ফেরেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ভাল করে এবার খেলতে চান আইপিএলে।
এদিকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেওয়ার পর নতুন দল খুঁজছেন ৪০ বছর বয়সী অফ স্পিনার হরভজন সিং। নিলামে নিবন্ধিত সবচেয়ে কম বয়সী ক্রিকেটার আফগানিস্তানের নূর আহমাদ।
২ কোটি রুপির সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় আছেন স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, স্যাম বিলিংস, কেদার যাদব ও স্পিনার হরভজন সিং, ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড, অলরাউন্ডার মঈন আলি ও ব্যাটসম্যান জেসন রয়, কলিন ইনগ্রাম
সাকিবদের ঠিক নিচেই দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ডেভিড ম্যালান, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, টম কারেন, লুই গ্রেগরি, অ্যাডাম লিথ ও ডেভিড উইলি। অস্ট্রেলিয়ানদের মধ্যে রয়েছেন অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার-নাইল, ঝাই রিচার্ডসন ও মিচেল সোয়েপসনকে।
Eleven players have set their base price at INR 2 crore for the upcoming IPL auction ⤵️ pic.twitter.com/Esc96Bo5sA
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 5, 2021
Discussion about this post