ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অ্যালান বর্ডার পদক! অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে মর্যাদাজনক ব্যক্তিগত পুরস্কার। ২০০০ সাল থেকে দেওয়া হচ্ছে এই মেডেল। সময়কালীন বিখ্যাত ক্রিকেটার, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আম্পায়ারদের ভোটের এ পদক প্রদান করা হয়। এবার অস্ট্রেলিয়ার এই বর্ষসেরার পুরস্কার পেলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি।
সতীর্থ পেসার প্যাট কামিন্সকে পেছনে ফেলে সেরাদের সেরা স্মিথ। ১২৬ ভোট পেয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্মিথ। দ্বিতীয় স্থানে থাকা কামিন্স পেলেন ১১৪ ভোট। ৯৭ ভোটে পেয়ে তৃতীয় স্থানে অ্যারন ফিঞ্চ।
তৃতীয় বারের মতো এই অ্যালান বোর্ডার পুরস্কার জিতলেন স্মিথ। এই তারকা ব্যাটসম্যানের সামনে এখন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। সর্বোচ্চ চারবার করে এই পুরস্কার জিতেছেন দুই কিংবদন্তি।
করোনার কারণে ২০২০ সালের বেশিরভাগ সময়ই মাঠের ক্রিকেট ছিল বন্ধ। এরমধ্যে বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত হয়ে থাকা খেলার পারফরম্যান্স বিবেচনায় নিয়েছেন নির্বাচকরা। যেখানে ২৩ ম্যাচে ২৬ ইনিংসে স্মিথ করেছেন ৪৫.৭৫ গড়ে ১০৯৮ রান। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন ৪টি করে। সর্বোচ্চ রানের ইনিংস ১৩১।
পুরস্কার জিতে বিস্মিত স্মিথ বলছিলেন, ‘কিছুটা অবাক আমি। আমার মনে হয় না-এই গ্রীষ্মে টেস্টে খুব ভালো করেছি। গত বছরটা ওয়ানডেতে আমাদের ভালো কেটেছে। সেখানে অনেক ভোট পেয়েছি। তৃতীয়বার এ পুরস্কার জেতা সম্মানের।’
এই সময়ে ২০.০৪ গড়ে ২১ উইকেট নেন কামিন্স। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার না জিততে পারলেও টেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন এই পেসার।
একনজরে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ২০২১-
অ্যালান বোর্ডার পদক : স্টিভেন স্মিথ
বেলিন্ডা ক্লার্ক পুরস্কার : বেথ মোনি
বর্ষসেরা টেস্ট খেলোয়াড় (পুরুষ) : প্যাট কামিন্স
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় (পুরুষ) : স্টিভেন স্মিথ
বর্ষসেরা টি-টুয়েন্টি খেলোয়াড় (পুরুষ) : অ্যাস্টন অ্যাগার
বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় (নারী) : রিচেল হায়নেস
বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় (নারী) : বেথ মোনি
অস্ট্রেলিয়ান হল অফ ফেইম : জনি মোলাগ, মার্ভ হিউজ ও লিসা স্টাহালেকার
🏅 Allan Border Medal – Steve Smith
🏅 Belinda Clark Award – Beth MooneyCricket Australia announce yearly awards 👇https://t.co/XezBQHs1ah
— ICC (@ICC) February 6, 2021
Discussion about this post