ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময় কাটিয়ে ফের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটাও বেশ হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তার পথ ধরেই এবার আইপিএলের পরের আসরে খেলার হাতছানি তার সামনে। নিলামের জন্য সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকায় আছেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডার।
গত বৃহস্পতিবার শেষ হলো ২০২১ আসরের জন্য নিবন্ধন। মোট ১০৯৭ ক্রিকেটার লিখিয়েছেন নিজের নাম। যেখানে সাকিবসহ রয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।
আইপিএলের সর্বোচ্চ ভিত্তি মূল্য এবার ২ কোটি রুপি। সাকিবের সঙ্গে এ তালিকায় রয়েছেন কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম।
গত আইপিএলে দেখা যায়নি সাকিবকে। আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় খেলতে পারেন নি তিনি। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে ছয় আসর, সানরাইজার্সের হয়ে দুই আসরে লড়েছেন তিনি। টুর্নামেন্টে মোট ৬৩ ম্যাচ খেলে ৭৪৬ রান।নিয়েছেন ৫৯ উইকেট।
নিলামের ১০৯৭ জন ক্রিকেটারের মধ্যে ভারতের ৮১৪ জন। ২৮৩ জন বিদেশি ক্রিকেটার। তারমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ৫৬ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। অস্ট্রেলিয়ার ৪২, দক্ষিণ আফ্রিকার ৩৮, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০, নিউ জিল্যান্ডের ২৯, ইংল্যান্ডের ২১, নেপালের ৮, স্কটল্যান্ডের ৭, বাংলাদেশের ৫, আয়ারল্যান্ডের ২ ও নেদারল্যান্ডসের ১জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।
Discussion about this post