ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্ট মনে হচ্ছে শুধুই মেহেদী হাসান মিরাজেরই হয়ে থাকবে। শুরুতে ব্যাট হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। এবার বল হাতেও চমক এই স্পিনারে। নিয়েছেন ৪ উইকেট। শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অলআউট ২৫৯ রানে। ১ম ইনিংসে বাংলাদেশের লিড ১৭১ রানের।
বল হাতেও বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। এই অফ স্পিনারের তুলেছেন ২৬ ওভারে ৫৮ রানে ৪ উইকেট। দুটি করে নিয়েছেন অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ছুটির দিনে চা বিরতির আগে শেষ বলে জার্মেইন ব্ল্যাকউডের বিপজ্জনক উইকেট নেন মিরাজ। ফিরে এসে কেমার রোচ (০) ও রাকিম কর্নওয়ালকে (২) আউট করেন। ২৩ বলে মাত্র ৬ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামের উইকেটে বেলা বাড়তেই টার্ন মিলেছে বেশ। বাংলাদেশের স্পিনাররা তা কাজেও লাগিয়েছেন। তবে একটানা ভাল বল না করায় কিছু রানও দিয়েছেন। সব মিলিয়ে দিনটা মন্দ কাটেনি টাইগার বোলারদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭৫/২) ৯৬.১ ওভারে ২৫৯ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, জশুয়া ৪২, কর্নওয়াল ২, রোচ ০, ওয়ারিক্যান ৪, গ্যাব্রিয়েল ০*; মুস্তাফিজ ১৫-৪-৪৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ২৬-৯-৫৮-৪, তাইজুল ৩৩.১-১১-৮৪-২, নাঈম ১৬-১-৫৪-২)।
A lead of 177 for Bangladesh 👏
West Indies lost their last five wickets for just six runs, and have been bowled out for 259. #BANvWI | https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/bGurILsAaL
— ICC (@ICC) February 5, 2021
Discussion about this post