ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় জাতীয় দলের জার্সিতে এক সঙ্গে খেলেছেন। তাই তাদের যোগাযোগটা এখনও রয়েছে আগের মতই। সম্প্রতি জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। আরেক সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস যুক্ত হচ্ছেন ক্রিকেট পরিচালনা বিভাগে। সাবেক দুই সতীর্থকে বোর্ডে যুক্ত হতে দেখে খুশি আফতাব আহমেদ।
সাবেক ক্রিকেটারদের ক্রিকেটে কাজে লাগানোর দিক থেকে অগ্রগণ্য বাংলাদেশ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের বোর্ডে যুক্ত করার দিকে ঝুঁকেছে বোর্ড। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আফতাব আহমেদ।
রাজ্জাক-নাফীসকে শুভকামনা জানিয়ে আফতাব বলেন, ‘ওরা ভালো জায়গায় আছেন, কিংবদন্তিতুল্য খেলোয়াড়। যে জায়গায় কাজ করছেন, আশা করব ভালোই করবেন। যোগ্য জায়গায় যোগ্য মানুষকে রাখা হয়েছে।’
সুযোগ পেলে বোর্ডের সাথে কাজ করতে চান আফতাবর, ‘আমিও আস্তে আস্তে যেতে চাই। পাকাপোক্ত হয়ে ঐ জায়গায় অনেক বছর কাজ করতে চাই। তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে চাই না। সাবেক ক্রিকেটাররা তাদের অভিজ্ঞতা কাজে লাগাবেন এটা অবশ্যই জাতীয় দলের জন্য বড় পাওয়া। বয়সভিত্তিক দলও উপকৃত হবে।’
বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হবে আর কয়েকমাস পরেই। তবে আফতাব পাপনকে সভাপতি হিসেবে চান অন্তত আরও এক মেয়াদে। এ ব্যাপারে সাবেক এ তারকা ক্রিকেটার বলেন, ‘মানুষ মাত্রই ভুল আছে। উনি যথেষ্ট চেষ্টা করেছেন। যত বছর কাজ করেছেন ক্রিকেটের জন্য কাজ করেছেন। ক্রিকেটের উন্নতি এখন আমরা সবাই দেখছি। উনি অনেক উন্নত করেছেন। একসাথে সব পরিপূর্ণ করাও কঠিন। উনি যদি আরেক মেয়াদে দায়িত্বে আসেন তাহলে শূন্যস্থান পূর্ণ করে বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন এই আশা করছি।’
Discussion about this post