ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভুল তো হতেই পারে, তাই বলে এমন মহা ভুল? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে যার নামটা নিতেই হবে সেই আমিনুল ইসলাম বুলবুলকেও চিনতে ভুল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সোশাল মিডিয়া ম্যানেজারদের! বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান তিনি। সেই মহাতারকার ছবির জায়গায় কীনা বিসিবির সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলেন ইমরুল কায়েসের ছবি।
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি আমিনুল ইসলাম বুলবুলের ৫৩তম জন্মদিন। এই দিনটিতে শুভেচ্ছা জানাতে গিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করে বিসিবি। সেই পোষ্টে তারা লিখেছে, ‘তিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, এটি ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দেশের প্রথম টেস্ট ছিল। এটিই দেশের প্রথম টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। শুভ জন্মদিন আমিনুল ইসলাম বুলবুল।’
এই তথ্য শতভাগ ঠিক। কিন্তু লেখার সঙ্গে ছবিতেই যতো গোলমাল। আমিনুল ইসলাম বুলবুলের ছবির বদলে পোস্ট করা হয় এ সময়ের ক্রিকেটার ইমরুল কায়েসের ছবি। তারও এদিনই জন্মদিন। এমন ভুলের পর সোশ্যাল সাইটে তুমুল হাস্যরস তৈরি হয়। সেই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পরই ভুল বুঝতে পেরে বিসিবির সোশাল মিডিয়া অ্যাডমিনের পক্ষ থেকে পোস্টটি মুছে আমিনুল ইসলাম বুলবুলের ছবি যুক্ত নতুন পোস্ট দেওয়া হয়।
কিন্তু তার আগেই এমন ভুল নজরে আসে খোদ আমিনুল ইসলাম বুলবুলের। যিনি এখন অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি অবশ্য এনিয়ে কোন মন্তব্য না করে সেই পোস্ট শেয়ার করেন তার ফেসবুক পেজে। জন্মদিনের শুভেচ্ছা জানান ইমরুলকে।
Discussion about this post