ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। শঙ্কা ছিল টেস্ট সিরিজ নিয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের চিকিৎসকরা। যদিও শতভাগ ফিট নন সাকিব আল হাসান। কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরলেও সুখবর মিলছে না।
লম্বা সময় ব্যাটিং, বোলিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং চললেও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো যদিও আশাবাদী। জানালেন চট্টগ্রাম টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেন। সোমবার বাংলাদেশের দলের অনুশীলনে ছিলেন সাকিব।
এরপরই চট্টগ্রামে থাকা কোচ ডমিঙ্গো জানালেন, ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে। ওর প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সে শতভাগ নয়, তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই নিষেধাজ্ঞা শেষে টেস্টে ফিরবেন সাকিব। এখানেই খেলেছিলেন নিজের সবশেষ টেস্ট। এই ম্যাচে খেলতে চেষ্টার ত্রুটি থাকবে না। সাকিব জানাচ্ছিলেন, ‘পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু বুধবার থেকে শুরু। এরপর ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১১ ফেব্রুয়ারি।
Discussion about this post