ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জায়গা পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি। দুজনেরই টেস্ট অভিষেক হয়নি। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া ফিরেছেন তাসকিন আহমেদও।
গত বছর টি-টোয়েন্টি অভিষেকের পর কয়দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ওয়ানডে অভিষেক হয়েছিল হাসান মাহমুদের। এবার অপেক্ষা টেস্ট দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করার। এদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্যের পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। আর অটোমেটিক চয়েজ হিসেবে টেস্ট স্কোয়াডে রয়েছেন সাকিব।
বিসিবি একাদশের হয়ে তিন দিনের ম্যাচে বল হাতে দাপট দেখালেও টেস্ট দলে জায়গা পেলেন না সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চূড়ান্ত দলে তার মতো নেই কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। ২০ জনের প্রাথমিক দল শনিবার কমিয়ে আনা হয় ১৮ জনে। দলে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার দুজন, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরি। তারা ১১ মাস আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও ছিলেন।
টেস্ট দলে ৫ পেসারের সঙ্গে স্পিনার ৪ জন। সাকিব ছাড়াও দলে রয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ।
বুধবার থেকে চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু মিরপুরে ১১ ফেব্রুয়ারি।
১৮ সদস্যের বাংলাদেশ টেস্ট দল-
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
JUST IN: Bangladesh have announced an 18-man squad for their two-match Test series against West Indies, beginning 3 February.
Hasan Mahmud and Yasir Ali Chowdhury are the two uncapped players in the squad.#BANvWI pic.twitter.com/wxXRfu2QAw
— ICC (@ICC) January 30, 2021
Discussion about this post