জয়ের ধারায় রয়েছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচটাও জিতেছে তারা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের শুক্রবার ৬ উইকেটে জিতেছে গাজী। পয়েন্ট তালিকায় শীর্ষে এখন তারা। প্রাইম দোলেশ্বরকেও ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল। মোহামেডান ৭৬ রানে হারিয়েছে কলাবাগান একাডেমিকে।
মিরপুরে গাজী ট্যাংকের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক রবি বোপারা দারুন ব্যাটিংয়ে তুলে ২৪৭ রান। বোপারা ৮১ বলে সমান পাঁচটি করে চার ও ছক্কায় করেন ৯৫।
জবাব দিতে নেমে চাপেই পড়ে যায় গাজী ট্যাংক। পরে রায়ান টেন ডোসেট এবং মাহমুদুল্লার ব্যাটে স্বস্তি আসে। ডোসেট হাফ ডজন ছক্কা হাঁকিয়ে ৬০ বলে করেছেন অপরাজিত ৬২। আর অধিনায়ক মাহমুদউল্লাহর হার না মানা ৬৭ রান এসেছে ৭৯ বলে। দল পায় দারুন জয়।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২৪৭/৮, ৫০ ওভার (সৈকত আলী ৬০, শেহান জয়সুরিয়া ৩২, রবি বোপারা ৯৫*, তাইবুর পারভেজ ২৪, ডাওসন ১৮, আরাফাত সানি ৩/৫৭)। গাজী ট্যাংক : ২৪৮/৪, ৪৭.৫ ওভার (ইমরুল ১৪, আফতাব ৪৫, মরগ্যান ৩৩, মাহমুদউল্লাহ ৬৭*, ডোসেট ৬৮*, শেহান জয়সুরিয়া ২/৪৮)। ফল : গাজী ট্যাংক ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মাহমুদউল্লাহ।
শুক্রবার বিকেএসপিতে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। দলও জিতিয়েছেন তিনি। প্রাইম দোলেশ্বর প্রথমে ব্যাট করতে নেমে তুলে ৩০৪। জেসোয়া কবের ব্যাট থেকে আসে ১২৩। পরে জবাব দিতে নেমে মুশফিকের সঙ্গে লাগসই জুটি গড়েন স্টিভেন ক্রুক। ১৮৯ রানের বড় জুটির ওপর ভর করে ২৪ বল আগেই ম্যাচ জিতে শেখ জামাল।
মুশফিক সেঞ্চুরি করেন ৮৫ বলে। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১৪৫ রানে। ক্রক করেন ঠিক ১০০।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৩০৪/৭, ৫০ ওভার (মেহেদী ১৩, জেসোয়া কব ১২৩, রনি ১৮, মমিনুল ১৪, মালান ৬১, সাম্পাথ ২১, ক্রক ২/৫৭, মুনাবীরা ২/৪৯)। শেখ জামাল : ৩০৫/৪, ৪৬ ওভার (মুশফিক ১৪৫*, তানভির ৩৩, ক্রক ১০০, চিগুম্বুরা ১২*, সোহাগ গাজী ২/৬০)। ফল : শেখ জামাল ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মুশফিকুর রহিম।
ফতুল্লায় প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান তুলে ২২৬ রান। সামিত প্যাটেল করেন ৮৬। পরে বল হাতে প্যাটেল দেখিয়ে দেন। ২৫ রানে নেন ৩ উইকেট। তাতেই কলাবাগান ক্রিকেট একাডেমী অলআউট ১৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ২২৬/৯, ৫০ ওভার (রাজিন ১৫, সামিত প্যাটেল ৮৬, আসগার ৩৮, মুকতার ২৬, রহমত শাহ ৩৩*, নাজমুল অপু ৩/৪৬, মাকসুদুল হাসান ২/৪১, শরিফউল্লাহ ২/৪৫)। কলাবাগান ক্রিকেট একাডেমি : ১৫০/৯, ৪০.১ ওভার (অভিষেক মিত্র ৫১, মাসাকাদজা ১৪, মার্শাল আইয়ুব ১৯, শরিফউল্লাহ ১৯, সাগির ১৩, জাকারিয়া ১২, সামিত প্যাটেল ৩/২৫, রহমত শাহ ২/৪১, হাবিবুর ২/২৪)। ফল : মোহামেডান ৭৬ রানে জয়ী। ম্যাচসেরা : সামিত প্যাটেল।
Discussion about this post