ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বলে কথা। টাকা-পয়সা নিয়ে টানাটানি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাইতো এবার ঢাকা মহানগরীতে ক্রিকেট মাঠ ও ক্রিকেটীয় অবকাঠামো তৈরি জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বুধবার বোর্ডের নবম সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
এনিয়ে অচিরেই মাঠে নামবে বোর্ড। তার আগে একটি কমিটি গঠন করবে বিসিবি। যারা জমি কেনা ও বিসিবির এই প্রকল্প বাস্তবায়ন করার কাজ করবে।
সভায় পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়েও হয়েছে আলোচনা। স্টেডিয়ামটির জন্য আন্তর্জাতিক মানের পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এনিয়ে একটি গাইডলাইন দিয়েছে বোর্ড। বোর্ড পরামর্শদাতাদের বাছাইয়ের পাশাপাশি প্রকল্পটির দক্ষ পরিচালনার জন্য একটি ‘প্রকল্প পরিচালনা সংস্থা’ নিয়োগে গাইডলাইন দেওয়া হবে।
একইসঙ্গে আলোচনায় ওঠে আসে ঘরোয়া ক্রিকেট প্রসঙ্গও। করোনাভাইরাসের কারণে মাঠে ঘরোয়া ক্রিকেট নেই গত বছরের মার্চ থেকেই। কারণেই দ্রুত তাদের মাঠে ফেরাতে চায় বোর্ড। ক্রিকেটারদের ফেব্রুয়ারির মধ্যে করোনা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে বিসিবি।এরপরই ঘরোয়া ক্রিকেট ফেরাবে বোর্ড।
গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে ঘরোয়া ক্রিকেটের আসর। যমাঝে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ মাঠে গড়ালেও তা ছিল সীমিত পরিসরে জৈব সুরক্ষা বলয়ে। ফেব্রুয়ারিতেই খেলোয়াড়দের করোনা ভ্যাকসিনের আওতায় এনে দ্রুত ঘরোয়া ক্রিকেট শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবির সভায়।
বোর্ডের ভার্চুয়াল সভায় সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও ছিলেন পরিচালকরা। যেখানে শুরুতেই ওঠে শোক প্রস্তাব। গত ২০ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান বিসিবির সাবেক সহ-সভাপতি রাইসউদ্দিন আহমেদ। শোক শ্রদ্ধায় স্মরণ করা হয় এই ক্রিকেট ব্যক্তিত্বকে।
Discussion about this post