ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তার জন্ম অস্ট্রেলিয়াতেই। কিন্তু বাবা-মা দু’জনই যে ভারতের। তাইতো এখনো গা থেকে ভারতীয় শব্দটা দূরে রাখতে পারেন নি। সেই তানভির সাঙ্ঘা এবার নতুন করে আলোচিত। জায়গা পেলেন অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলে। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারকে দলে টেনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হতে পারে তরুণ লেগ-স্পিনার তানভীর সাঙ্ঘার।
চতুর্থ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন অজি দলে। এর আগে গুরিন্দর সান্ধু, স্টুয়ার্ট ক্লার্ক, ব্রান্সবি কুপার খেলেছেন অস্ট্রেলিয়া দলে।
তানভিরের বাবা জগা সিং ভারতের পাঞ্জাব থেকে নব্বই দশকের শেষ দিকে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। একটু উন্নত জীবনের স্বপ্নে ছিলেন বিভোর। সিডনিতে ট্যাক্সি চালান চালান তিনি। তানভিরের মা উপজিত সিং হিসাবরক্ষক হিসেবে কাজ করছেন। তবে তানভিরের জন্ম এরপরের সময়টুকু কাটছে অস্ট্রেলিয়াতেই।
অবশ্য ছেলেবেলায় পাঞ্জাবে গিয়েছেন অনেকবার। বড় হয়ে ক্রিকেট নিয়েই ব্যস্ত তিনি। শুরুতে তানভির হতে চেয়েছিলেন পেস বোলার। কিন্তু কোচের পরামর্শে হয়ে গেলেন স্পিনার। ১৩ বছর বয়সে লেগ স্পিনে নিজেকে সপে দেন। এরপর নিয়মিত হয়ে উঠেন অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে। গেল বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছিলেন অস্ট্রেলিয়া দলে।
সেই বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫ উইকেট তুলে নেন। বিগ ব্যাশ চুক্তি পেয়ে যান আরও অনেক আগেই। মাত্র ১৭ বছর বয়সে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করে হন এ ফ্র্যাঞ্চাইজির সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ ক্রিকেটার। বিগব্যাশে ১৪ ম্যাচে নেন ২১ উইকেট।
এই সাফল্যে নজর কাড়েন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তিনি প্রশংসায় মাতেন তানভিরের।
আসছে ২২ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে টি-টুয়েন্টি দিয়ে শুরু অজি-কিউই সিরিজ। এরপর ডানেডিন, অকল্যান্ড, ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইয়ে আরও চারটি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
Discussion about this post