ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। ঠিক তাই করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসি ফুটবল লিগ ও অন্যান্য অনেক খেলার মতোই ক্রিকেটে মাসের সেরা পারফরমার বাছাই করছে। চলতি জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আইসিসির নতুন স্বীকৃতি ‘প্লেয়ার অব দা মান্থ।’
নতুন এই চমকের কাজটিতে থাকবে আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোট। তার পথ ধরেই নির্বাচন করা হবে প্রতি মাসের সেরা ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে সিনিয়র ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা থাকবেন।
প্রতি মাসেই ক্রিকেটারদের নৈপুন্য দেখে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা করে দেবে আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি। সে তিনজন থেকে আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট অনুসারীদের যৌথ ভোটে মাসের সেরা নির্বাচিত হবে। ভোটিং একাডেমি ভোট দেবে ই-মেইলে আর আইসিসির নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে ভোট দেবেন।
ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসির ডিজিটাল চ্যানেলে প্রকাশ করা হবে বিজয়ী ক্রিকেটারের নাম।
প্রথমবার এই স্বীকৃতির জন্য এই জানুয়ারি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারেন স্টিভ স্মিথ, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ত, থাঙ্গারাসু নাটরাজন, ওয়াশিংটন সুন্দর কিংবা রশিদ খান।
নারী ক্রিকেটারদের মধ্য থেকেও মাসের সেরা নির্বাচিত করবে আইসিসি।
Discussion about this post