মিচেল জনসন এবং রায়ান হ্যারিসের আগুনে বোলিংয়ে ব্রিসবেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হল মাত্র ১৩৬ রানে। জনসন ৪ উইকেট নেন ৬১ রানে আর হ্যারিস ২৮ রানে ৩ উইকেট। অস্ট্রেলিয়াকে দিনের শুরুতে ২৯৫ রানে বেঁধে ফেলেও তার ফায়দা তুলতে ব্যর্থ ইংলিশরা। এরপর শুক্রবার দ্বিতীয় ইনিংসে দিনশেষে স্বাগতিকরা বিনা উইকেটে ৬৫ রান তুলে ম্যাচে রীতিমতো জাঁকিয়ে বসেছে। সেখান থেকে বেরিয়ে আসাই কঠিন ইংল্যান্ডের। ডেভিড ওয়ার্নার ৪৫ আর ক্রিস রজার্স ১৫ রানে অপরাজিত থেকে ইংলিশদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়ে সাজঘরে ফিরে গেছেন। লিড এখনই ২২৪ রানের। এর অর্থ ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের লাগাম এখন অজিদের হাতেই।
ইংল্যান্ড লাঞ্চে গিয়েছিল ২ উইকেটে ৫৫ রান তুলে। লাঞ্চ থেকে চা বিরতি, এ সেশনটাতেই ইংল্যান্ডের ভরাডুবি। ২ উইকেটে ৮২ রানে পৌঁছানোর পর হঠাৎ ধস। পরের ১০ ওভারের মধ্যে ৯ রানে ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ড চা বিরতিতে যায় ৯১ রানে ৮ উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৯৫/১০ (ওয়ার্নার ৪৯, ওয়াটসন ২২, স্মিথ ৩১, হাডিন ৯৪, জনসন ৬৪; ব্রড ৬/৮১, অ্যান্ডারসন ২/৬৭)। ২য় ইনিংস : ৬৫/০। ইংল্যান্ড ১ম ইনিংস : ১৩৬/১০ (কারবেরি ৪০, ব্রড ৩২, পিটারসেন ১৮, কুক ১৩; জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮, লায়ন ২/১৭)। (২য় দিন শেষে)
Discussion about this post