ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সোমবারই শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। তবে দম ফেলার সময় নেই বাংলাদেশ ক্রিকেট দলের। কয়েকদিন পরই যে আবার টেস্টের লড়াইয়ে নামতে হবে টাইগারদের। এজন্য মঙ্গলবার থেকেই চট্টগ্রামে সাদা পোশাকের ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছেন মুমিনুল হকরা। এদিকে একই দিনেই আবার ক্যারিবীয়দের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অনুশীলন শুরু করেছে বিসিবি একাদশও। এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি গড়াবে ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন টেস্ট স্কোয়াড চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ সদস্যের প্রাথমিক দলে আছেন ওয়ানডের ১১ ক্রিকেটার।
এদিকে আবার সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য স্বাগতিক দলে রাখা হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারকে। অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে।
আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে, ১১ ফেব্রুয়ারি থেকে।
এরআগে সোমবার ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে আর তৃতীয় ম্যাচে বাংলাদেশ জেতে ১২০ রানে। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজ তামিম ইকবালের দল পকেটে পুরে নেয় ৩-০ ব্যবধানে। যে কারণে মঙ্গলবার স্বাগতিকদের টেস্ট প্রস্তুতির শুরুর দিনেই দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে।
Discussion about this post