ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দীর্ঘ দিন পর ঘরের মাঠে খেলতে নেমে খুব সহজেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজির বিপক্ষে রিজার্ভ বেঞ্চ যাচাই করে নেওয়ার বড় সুযোগ থাকছে টাইগারদের। কিন্তু সে পথে হাঁটবে না স্বাগতিকরা। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিলেন, একাদশে সোমবার খুব বেশি পরিবর্তন আসছে না।
২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে টাইগারদের ওয়ানডে র্যাংকিংয়ে সেরা সাতের মধ্যে থাকতে হবে। যে কারণে এখন প্রতিটি ওয়ানডেই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারটি মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে বেশি পরিবর্তনের পক্ষে নন তামিম, ‘আমরা সিরিজ জিতে গেছি বটে। তবে আরও ১০টি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ততটা ভালো খেলতে পারেনি। তবে তারা বিপজ্জনক দল ও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে।’
তামিম আরও বলেন, ‘শেষ ম্যাচে আমরা খুব অল্প কিছু পরিবর্তন করতে পারি। তবে যারা আসবে, আমি নিশ্চিত তারাও ম্যাচ জেতাতে পারে, অতীতে যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। আমাদের ড্রেসিং রুমে তাড়না প্রচণ্ড, সবাই মাঠে নেমে ভালো করতে চায়। আশা করি, এই ধারাবাহিকতা চলতে থাকবে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ। যেটা বলেছি, সিরিজ জিতেছি, কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে।’
প্রথম দুই জিতলেও বেশ কিছু জায়গায় উন্নতি প্রয়োজন বাংলাদেশের। এজন্য সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সতীর্থদের সে ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তামিম, ‘উন্নতির আরও অনেক জায়গা আছে। পরিপূর্ণ ম্যাচ খুব কম সময়ই খেলতে পারা যায়। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারি। বোলিং আরেকটু ভালো করতে পারি, ফিল্ডিং ভালো করতে পারি। ব্যাটিংয়ে অনেকেই ভালো শুরু পেয়েও চালিয়ে যেতে পারছে না ও কাজ শেষ করে ফিরতে পারছে না। এই জায়গাগুলোয় নিশ্চিতভাবেই আমাদের উন্নতি করতে হবে।’
সামনে দেশের বাইরে সিরিজ রয়েছে বাংলাদেশের। তাই এখন থেকেই ব্যাপারটি মাথার রেখে এগোতে চাইছেন তামিম। এ ব্যাপারে সোমবার তিনি বলেছেন, ‘ওয়ানডে এখন এমন একটি সংস্করণ, এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ এগিয়ে আসছে, কোয়ালিফাই করতে হলে উন্নতি করে যেতেই হবে। সামনে দেশের বাইরেও খেলতে হবে আমাদের। ভিন্ন কন্ডিশনে কাজটা সবসময় কঠিন। এটা তাই নিশ্চিত করতে হবে, আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি।’
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে এগারোটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরআগের দুই ম্যাচ জিতে সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স। স্বাভাবিকভাবেই স্বাগতিকরা রয়েছে স্বস্তিতে।
Discussion about this post