ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বুধবার আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বল-ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সও করেছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও। তবে এরইমধ্যে গুঞ্জন উঠেছে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এমন সিদ্ধান্তই নাকি নিতে যাচ্ছেন এ তারকা। যদিও এ নিয়ে এখনওে কিছু বলেননি সাকিব।
সম্প্রতি সাকিবের নিউজিল্যান্ড সফরে যাওয়া না যবোয়ব ইস্যুতে দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধাম আকরাম খান। তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে না যাওয়ার ব্যাপারে সাকিব থেকে আমরা এখনো অফিসিয়াল কোন চিঠি পাইনি। যদি সে ছুটি চেয়ে আবেদন করে তখন বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখব। সেটির আগে সাকিবের না থাকার ব্যাপারে কোন মন্তব্য করা ঠিক হবে না।’
ফেব্রুয়ারির শেষ দিকে নিউজিল্যান্ড সফরে গেলেও ১৩ মার্চ থেকে নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। যে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কোয়ারেন্টাইন এবং আনুসাঙ্গিক বিষয়গুলোর কথা মাথায় রেখে ২২ ফেব্রুয়ারিই দল পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির।
এখনও আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত করেননি সাকিব। এই সফরে সাকিবকে পাওয়া যাবে না, সেটি ধরেই দল সাজানোর পরিকল্পনা বিসিবির।
এরআগে ২০১৯ নিউজিল্যান্ড সফরেও যাওয়া হয়নি সাকিবের। সাকিববিহীন বাংলাদেশ দল সেবার স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি।
Discussion about this post