ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেরা দলটা নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। করোনা সংক্রমণের শঙ্কা থাকায় সিনিয়র একাধিক ক্রিকেটার ছাড়াই সফরে এসেছে ক্যারিবীয়রা। সেই দলটাকে সিরিজের প্রথম ওয়ানডেতেই অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। অবশ্য সহজ ম্যাচটা কঠিন করে জিতল টাইগাররা। নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সেরা তারকা সাকিব আল হাসান ফিরতেই হাসিমুখ বাংলাদেশের।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা জিতল ৬ উইকেটে, ৯৭ বল হাতে রেখেই।
শুক্রবার মিরপুরেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। এ ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে দিবা-রাত্রির এই ম্যাচে টস ভাগ্যটা ছিল তামিম ইকবালের পক্ষে। অফিসিয়ালি অধিনায়ক হয়ে প্রথম ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেন তিনি। আর শুরুতেই তার বোলাররা আস্থার প্রতিদান দেন। উইন্ডিজ ৩২.২ ওভারে অলআউট হয়ে সফরকারীরা তুলে মাত্র ১২২ রান। সাকিবের বোলিং ফিগার সাকিব ৭.২-২-৮-৪!
জবাব দিতে নেমে লিটন দাস-তামিম ইকবালের শুরুটা ছিল বেশ ভাল। ৪৭ রান জমা করেন দু’জন। দল পেয়ে যায় জয়ের ভিত। শেষ অব্দি ৩৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে দল পা রাখের জয়ের বন্দরে। উড়ে গেল উইন্ডিজ। ৩ ম্যাচ ওয়ানডেতে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
২০১৯ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে সাকিব তুলে নেন ৪ উইকেট। ৭.২ ওভারে মাত্র ৮ রান দেন এই স্পিনার। অভিষেক রাঙিয়ে তরুণ পেসার হাসান মাহমুদ ১৮ রানে শিকার করেন ৩ উইকেট। ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অভিষেক হয় ৬ জনের। বাংলাদেশের একজনের। সব মিলিয়ে এক ৭ জনের অভিষেক।
পূর্ণ মেয়াদে অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম নতুন অধ্যায় শুরু করলেন জয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৩২.২ ওভারে ১২২/১০ (আমব্রিস ৭, যশুয়া ৯, ম্যাককার্থি ১২, মোহাম্মেদ ১৭, মেয়ার্স ৪০, বনার ০, পাওয়েল ২৮, রিফার ০, জোসেফ ৪, আকিল ১, হোল্ডার ০*; রুবেল ৬-০-৩৪-০, মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১)
বাংলাদেশ: ৩৩.৫ ওভারে ১২৫/৪ (লিটন ১৪, তামিম ৪৪, শান্ত ১, সাকিব ১৯, মুশফিক ১৯*, মাহমুদউল্লাহ ৯*; জোসেফ ৮-৩-১৭-০, হোল্ডার ৩-০-২৬-০, আকিল ১০-১-২৬-৩, মোহাম্মেদ ৮-০-১৯-১, ম্যাককার্থি ২-০-১০-০, বনার ২.৫-০-১৫-০)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Bangladesh start their ICC @cricketworldcup Super League campaign with a win!
They beat West Indies in the first #BANvWI ODI by six wickets.
📝 Scorecard: https://t.co/76LmNVz1EG pic.twitter.com/wLARhtU7RM
— ICC (@ICC) January 20, 2021
Discussion about this post