ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের ‘অবহেলা’র কারণে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ আমির। ব্যাপারটি নিজেই জানিয়েছিলেন তিনি। এবার সেই তিনিই আবার জানালেন, এই দুইজনকে অব্যাহতি দেওয়া হলে জাতীয় দলে ফের ফিরবেন তিনি। এমনি দাবি পাকিস্তানের গণমাধ্যমের।
আমিরের কথাতে আরও হয়েছে মিসবাহ-ওয়াকারের সাথে দ্বন্দ্ব। আমির জানিয়েছেন, মিসবাহ ও ওয়াকার দায়িত্ব থেকে সরে দাঁড়ালে বা সরানো হলে, অর্থাৎ বর্তমান কোচিং প্যানেল পরিবর্তিত হলে তিনি নিজেকে আবারো জাতীয় দলের জন্য বিবেচনা করার সুযোগ করে দিবেন, সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি বোর্ডকে জানাবো আমি খেলার জন্য প্রস্তুত আছি, যদি নতুন টিম ম্যানেজমেন্ট জায়গা করে নেয়। আমি মনে করি না এই বর্তমান ম্যানেজমেন্টের সাথে সবকিছু আবার ঠিকঠাক হতে পারে, কারণ হুট করে তো আমার মনোভাব বদলে যায় না।’
এরআগে ২০১০ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর দীর্ঘ সাজা ভোগ শেষে ২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে ফেরেন আমির।এরপর থেকে দারুণ খেলছিলেন তিনি। যদিও মিসবাহ-ওয়াকার জাতীয় দলের কোচিং প্যানেলে নিযুক্ত হওয়ার পর ব্রাত্য হয়ে পড়েন তিনি। একপর্যায়ে গত ডিসেম্বরে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন। ফের জাতীয় দলে ফিরতে এবার আমির যে শর্ত দিয়েছেন তা আদৌও পূরণ হবে কি সেটাই এখন বড় প্রশ্ন।
Discussion about this post