ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা চারদিন চলল অনুশীলন। এবার নিজেদের মধ্যে মাঠের লড়াই। সাভারের বিকেএসপিতে বৃহস্পতিবার প্রস্তুতি পর্বে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রাথমিক দলের ২২ ক্রিকেটারকে নিয়ে হবে এ প্রস্তুতি ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচের পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হবে দল।
২০ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তার আগে এই লড়াইয়ে নামছে দল।
ইনজুরিতে থাকায় পেসার তাসকিন আহমেদ ও পারভেজ হোসেন ইমন দলে নেই। এ অবস্থায় ২২ ক্রিকেটার দুই গ্রুপে ভাগ হয়ে বিকেএসপিতে লড়বে। ম্যাচ শুরু সকাল পৌনে দশটায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচটি কাভার করতে পারছেন না সাংবাদিকরা। করোনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। বিকেএসপিতে গণমাধ্যম কর্মীদের জন্য আলাদা জায়গা থাকলেও সেটি খেলোয়াড়দের ড্রেসিংরুমের সঙ্গে লাগানো। মিডিয়া কর্মীরা সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন বলেই এমন সিদ্ধান্ত বিসিবির। তবে ম্যাচের ভিডিও ফুটেজসহ ছবি, স্কোর সরবরাহ করবে বিসিবি।
আবার অনলাইনেও ম্যাচটি দেখানোর সুযোগ নেই। করোনার কারণে সচরাচর পিচ ভিশন যারা এমন ম্যাচ দেখায় তারা বিকেএসপিতে প্রবেশ নিষিদ্ধ করতে পারছে না।
প্রস্তুতি ম্যাচের দুই দলের দুই অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ জানুয়ারি হবে ক্রিকেটারদের দ্বিতীয় অনুশীলন ম্যাচ। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন মাঠে বসেই দেখবেন দুটি ম্যাচ।
Discussion about this post