ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে ২০১৬ সালে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে গেল বছরও ব্যস্ত রেখেছিলেন নিজেকে। অবশ্য বয়সটাও তো তেমন আহামরি হয়নি। ৩৬ পেরিয়েছেন। সেই উমর গুল এবার খেলা ছেড়ে বনে গেলেন কোচ। বোলিং কোচ হিসেবে শুরু হচ্ছে এই পেসারের নতুন ক্যারিয়ার।
গত অক্টোবরে পাকিস্তানের ন্যাশনাল টি-টুয়েন্টি কাপের ম্যাচ দিয়ে অবসর নেন উমর গুল। পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে উইকেট ১৭৯টি আর ৬০ টি-টুয়েন্টিতে নিয়েছেন ৮৫টি উইকেট।
বিশেষ করে ২০ ওভারের ক্রিকেটে একসময় বিশ্বের সেরা বোলারদের একজন গুল। ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ফাইনালে নিয়ে যেতে তার ছিল বড় ভূমিকা। আবার ২০০৯ বিশ্বকাপে শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। দুই বিশ্বকাপেই সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গুল। ৮৫৭ রেটিং পয়েন্ট আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিংয়ের রেকর্ড তারই।
পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হয়েছেন উমর গুল। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন তারই একসময়কার সতীর্থ আব্দুল রাজ্জাকের। সবশেষ চার মৌসুমে গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন রাজ্জাক। কিন্তু এবার নিয়ম পাল্টে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ঘরোয়া অ্যাসোসিয়েশন দলগুলির কোচরা হতে পারবেন না পিএসএলের কোচ।
পাকিস্তানে খাইবার পাখতুনখাওয়ার প্রধান কোচ রাজ্জাক। একইসঙ্গে জাতীয় নির্বাচক কমিটির সদস্যও তিনি।
Discussion about this post