ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসের করোনার কারণে আপাতত স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কিন্তু আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তেমনটা হচ্ছে না। এর পেছনের কারণে বাংলাদেশে নেই কোন এলিট আম্পায়ার। তাই অনেকটা বাধ্য হয়েই তিন বিদেশি আম্পায়ার পাঠাচ্ছে আইসিসি।
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ পরিচালনার জন্য ৩ জন আম্পায়ারকে পাঠাবে আইসিসি। তারা হলেন- রিচার্ড ক্যাটেলবরো, হেনরি চার্লস এলিসন ও কলিন স্টুয়ার্ট টেনান্ট। এদের মধ্যে ক্যাটেলবরো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। এ ব্যাপারে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আসন্ন সিরিজে টেস্ট অফিসিয়াল হিসেবে অভিষেক হতে পারে একজন বাংলাদেশি আম্পায়ারের। তিন বিদেশি আম্পায়ারের সাথে দায়িত্ব পালন করবেন তিনি। তবে বিদেশি তিন আম্পায়ারই ইংলিশ।
আইসিসির প্যানেলে বাংলাদেশ থেকে নেই কোনো এলিট আম্পায়ার, নেই ইমার্জিং আম্পায়ারও। আইসিসিকে তাই বাধ্য হয়েই বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠাতে হচ্ছে টেস্ট সিরিজের জন্য। ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টিন ইস্যু যথাসম্ভব শিথিল করতে ইতোমধ্যে সরকারের সাথে আলোচনা করছে বিসিবি।
ওয়ানডে সিরিজ অবশ্য পরিচালনা করবেন দেশের আম্পায়াররাই। ২০, ২২ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে আগামী ৩ ও ১১ ফেব্রুয়ারি।
Discussion about this post