ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মঞ্চ তৈরি বাংলাদেশের। আসছে ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে প্রায় ১০ মাস পর মাঠের লড়াইয়ে। সিরিজের জন্য চূড়ান্ত সূচি আগেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার অনুশীলনেও নেমে পড়লো লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমদিন সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালকে বল করেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। প্রায় আধঘন্টা ধরে চলে এ অনুশীলন। হেড কোচ রাসেল ডমিঙ্গো ছাড়া স্পিন বিভাগের দায়িত্ব পাওয়া সোহেল ইসলাম ব্যাটসম্যান আর বোলারদের পর্যবেক্ষণ করেন।
সকালেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ছাড়া জাতীয় দলের সব কোচই ক্যাম্প। বাংলাদেশ সরকারের নিয়ম মেনে ঢাকায় এসে লুইসকে ১৪ দিনের কোয়ারেন্টিনে তিনি। যদিও বিসিবি করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ হলেই ক্যাম্পে আনতে চাইছে তাকে। সরকার বরাবর আবেদনও আবেদনও করা হয়েছে বিসিবি।
টাইগারদের ওয়ানডে প্রাথমিক দলের ২৪ ক্রিকেটারের সবাই পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ অনেকেই হোটেলে উঠে গেছেন। রোববার দলের সবাই উঠবেন হোটেলে।
১১ ও ১২ জানুয়ারি দুপুর ১.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ১৩ জানুয়ারি সকাল মাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা অব্দি অনুশীলন। ১৪ আর ১৬ জানুয়ারি আছে দুটি অনুশীলন ম্যাচ। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে ম্যাচটি। ১৫ জানুয়ারি ছুটি কাটাবেনদেলের ক্রিকেটাররা।
অন্যদিকে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। তারা রোববার সকালেই পা রেখেছে রাজধানীতে। ওয়ানডে সিরিজের প্রস্তুতি পর্বে ১৮ জানুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ-উইন্ডিজ দলের সিরিজ সূচি-
ম্যাচ তারিখ সময় ভেন্যু
১ম ওয়ানডে, ২০ জানুয়ারি, সকাল ১১.৩০ মি., মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম
২য় ওয়ানডে, ২২ জানুয়ারি, সকাল ১১.৩০ মি., মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম
১ম ওয়ানডে, ২৫ জানুয়ারি, সকাল ১১.৩০ মি., জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টেস্ট, ৩ ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মি., জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট, ১১ ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মি., মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম
Discussion about this post