ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবশেষে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে রোববার সকালে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয় দল।
এরআগে করোনার ঝুঁকি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১২ ক্রিকেটার বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ায়। হোল্ডার-পোলার্ডরা না থাকায় তুলনামূলক অনভিজ্ঞ, খর্ব শক্তির দল নিয়ে এসেছে উইন্ডিজরা।
রোববার বিমানবন্দরে নেমেই উইন্ডিজ ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবাইকে করোনা পরীক্ষার নমুনা দিতে হয়েছে। দ্বিতীয়বার পরীক্ষা হবে তৃতীয় দিনে, তখন হোটেল রুমে বন্দী থাকবেন সবাই। পরপর দুইবার নেগেটিভ রিপোর্ট পেলে ১৪ জানুয়ারি থেকে মাঠে নেমে অনুশীলন করতে পারবেন তারা এবং তা শুধু নিজেদের মধ্যে। ষষ্ঠ বা সপ্তম দিনে তৃতীয়বার পরীক্ষা হবে। তারপরই অনুশীলনে বাংলাদেশের নেট বোলার পাবে ক্যারিবিয়ানরা। সিরিজের মাঝামাঝি চতুর্থবার এবং দেশে ফেরার দুই দিন আগে পঞ্চম ও শেষবার করোনা পরীক্ষা হবে তাদের।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফরের পথচলা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের। এরপর মূল সিরিজের লড়াই তাদের। আগামী ২০, ২২, ২৫ জানুয়ারি খেলবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা।
৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল-
ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার ও জোমেল ওয়ারিকান।
The #MenInMaroon are on their way to Bangladesh to play 3 ODI’s and 2 Test matches! #WIReady 🏏🌴 pic.twitter.com/P9ybDqRKwk
— Windies Cricket (@windiescricket) January 9, 2021
Discussion about this post