ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরের মাঠে সবশেষ সিরিজেও দলের অধিনায়ক ছিলেন। কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেই মাশরাফি বিন মর্তুজায় নেই দলে। ওয়ানডে দল থেকে তার বাদ পড়ায় ভক্তরা হতাশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, মাশরাফি না থাকায় শক্তি কমেছে বাংলাদেশ দলের।
পরবর্তী বিশ্বকাপের জন্য এখন থেকেই নির্বাচকরা চোখ রাখছেন তরুণদের দিকে। তাদের তৈরি করার সুযোগ করে দিতে বাদ পড়তে হয়েছে মাশরাফিকে। তবে আকরাম মনে করছেন, মাশরাফি না থাকায় দলের শক্তিমত্তা কমেছে এবং তার অভিজ্ঞতার গুরুত্বও দল টের পাবে, তাকে ছাড়া খেলতে গিয়ে, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনো সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। তো ওর মত একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে। ওর যে অভিজ্ঞতা সেটার অভাব কিন্তু সবাই অনুভব করবে।’
মাশরাফি না থাকায় পেস আক্রমণকে নিয়ে হয়ত নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। আসন্ন সিরিজে কারও অভিষেক হবে কি না জানেন না তিনি, ‘এটা তো নির্বাচকরা বলতে পারবো, এটা নির্বাচকদেরই দেখার বিষয়। দেখা যাক কী হয়। দুইটা ম্যাচ (প্রস্তুতি) আছে। ১৬ তারিখে সম্ভবত ওয়ানডে দল দিবে। তখন আপনারা জানতে পারবেন।’
Discussion about this post